ভারতের স্বাধীনতা সংগ্রাম (১৯১৯-১৯৪৭)

Show Important Question


41) In which month Quit India Movement of 1942 started ? / ১৯৪২ সনের কোন মাস থেকে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল
A) July/ জুলাই
B) August/ আগষ্ট
C) September/ সেপ্টেম্বর
D) None of these/ কোনটিই নয়

42) কোন বছর ব্রিটিশ শাসকের ওয়াভেল পরিকল্পনা ঘোষণা করা হয়েছিল ?
A) ১৯৪৩
B) ১৯৪৪
C) ১৯৪৫
D) কোনটিই নয়

43) Non Cooperation Movement started in : / কোন বছর অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল
A) 1920/ ১৯২০
B) 1922/ ১৯২২
C) 1924/ ১৯২৪
D) None of the above/ কোনটিই নয়

44) কোন জায়গায় প্রথম গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল
A) কলকাতা
B) দিল্লী
C) লন্ডন
D) কোনটিই নয়

45) অলিন্দ যুদ্ধের সাথে কাদের নাম জড়িত?
A) মাস্টারদা ও তার দলবল
B) বাঘাযতীন ও তার দলবল
C) বিনয়, বাদল ও দিনেশ
D) সুভাষচন্দ্র ও ফরোয়ার্ড ব্লক

46) ভারতে প্রথম মে দিবস কবে কোথায় পালিত হয়েছিল?
A) মাদ্রাজ (1923)
B) কোলকাতা (1926)
C) বোম্বাই (1939)
D) কানপুর (1929)

47) কোন খ্রিস্টাব্দে ক্রিপস মিশন ভারতে আসে?
A) ১৯২৭
B) ১৯৩৯
C) ১৯৪২
D) ১৯৪৬

48) লালা লাজপত রাই-এর মৃত্যু ঘটে পুলিশের লাঠির আঘাতে, কখন?
A) হরিপুরা কংগ্রেস অধিবেশনে
B) ডাণ্ডি অভিযানের সময়
C) বঙ্গভঙ্গ আন্দোলনের সময়
D) সাইমন কমিশনের ভারত সফরের বিরুদ্ধে প্রতিবাদের সময়

49) ক্রিপস্ মিশন ব্যর্থ হওয়ার পর ভারতবর্ষে কোন্ আন্দোলন শুরু হয়েছিল?
A) খিলাফৎ
B) অসহযোগ
C) আইন অমান্য
D) ভারত ছাড়ো

50) খিলাফৎ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কে?
A) সৈয়দ আহমেদ
B) মহম্মদ ইকবাল
C) মহম্মদ আলি ও শওকত আলি
D) রহমৎ আলি

51) আইন অমান্য আন্দোলনের দ্বিতীয় পর্ব কবে শুরু হয়?
A) ১৯৩০-৩১ খ্রিস্টাব্দে
B) ১৯৩১-৩৩ খ্রিস্টাব্দে
C) ১৯৩২-৩৪ খ্রিস্টাব্দে
D) ১৯৩৫-৩৬ খ্রিস্টাব্দে

52) When did the 'Dandi March' take place ? / ‘ডান্ডি অভিযান’-এর সূচনা হয়েছিল কবে?
A) 12th April, 1925/ ১২ এপ্রিল, ১৯২৫
B) 7th August, 1942/ ৭ আগস্ট, ১৯৪২
C) 12th March, 1930/ ১২ মার্চ, ১৯৩০
D) 14th May, 1935/ ১৪ মে, ১৯৩৫

53) জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড অনুষ্ঠিত হয়েছিল এই বৎসরে
A) 1914
B) 1916
C) 1919
D) 1929

54) আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়?
A) 1920 সালে
B) 1930 সালে
C) 1942 সালে
D) 1935 সালে

55) ভারতীয় বিপ্লবীদের দ্বারা চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন কোন্‌ সালে হয়েছিল?
A) 1921
B) 1930
C) 1931
D) 1929

56) পূর্ণ স্বরাজ দিবস প্রথম কবে পালিত হয়েছিল?
A) 15 আগস্ট, 1947
B) 15 আগস্ট, 1930
C) 26 জানুয়ারি, 1950
D) 26 জানুয়ারি, 1930

57) Which Indian mass movement began with the famous ‘Dandi March‘ of Mahatma Gandhi ? / কোন ভারতীয় গণআন্দোলন মহাত্মা গান্ধির বিখ্যাত ‘ডান্ডি পদযাত্রা‘ দিয়ে শুরু হয় ?
A) Khilafat movement/ খিলাফত আন্দোলন
B) Non-Co-operation movement/ অসহযোগ আন্দোলন
C) Civil Disobedience movement/ আইন অমান্য আন্দোলন
D) Quit India movement/ ভারত ছাড়ো আন্দোলন

58) 14 দফা দাবি (1929)-এর সাথে কার নাম জড়িত?
A) চৌধুরী রহমৎ আলি
B) মহঃ আলি জিন্নাহ
C) ভূলাভাই দেশাই
D) শওকৎ আলি

59) রাইটার্সে ‘অলিন্দ যুদ্ধ’ কোন্ সালে হয়েছিল ?
A) 1921
B) 1930
C) 1908
D) 1916

60) গান্ধীজী কোথা থেকে তার ডাণ্ডি অভিযান শুরু করেন ?
A) চৌরিচৌরা
B) আমেদাবাদ
C) বোম্বাই
D) বরোদা